নরমাল ডেলিভারিতে ২৪ ঘণ্টায় ১১ নবজাতকের জন্ম

লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৪ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নরমাল ডেলিভারিতে ১১ নবজাতকের জন্ম হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ ও মানসম্মত প্রসব সেবা নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে। গত শুক্রবার বেলা ১১টা থেকে পরদিন বেলা ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন মা স্বাভাবিক প্রক্রিয়ায় (নরমাল ডেলিভারি) সুস্থ নবজাতকের জন্ম দিয়েছেন। প্রতিটি প্রসব প্রক্রিয়া স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত করে সম্পন্ন হয়েছে। মা ও নবজাতক সকলেই সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা অব্যাহত রয়েছে।

ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন, আমাদের লক্ষ্য হলো গর্ভবতী মায়েদের নিরাপদ ও মানসম্মত প্রসবসেবা নিশ্চিত করা। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রতিদিন এই সেবা প্রদান করছি। মা ও শিশুর সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা এবং পরামর্শ দেওয়া হচ্ছে। নবজাতক নিয়ে হাসপাতাল থেকে চলে যাবার সময় প্রতিজন মাকে ১ মাসের অগ্রিম ওষুধ সরবরাহ করার ব্যবস্থা করেছি। আমরা চাই, প্রতিটি মা নিরাপদে সন্তান প্রসব করুক এবং তাদের সন্তান সুস্থভাবে বেড়ে উঠুক।

তিনি আরও বলেন, গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রসবের সময় স্বাস্থ্য কমপ্লেক্সে আসার জন্য উৎসাহিত করছি। কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। প্রসূতি ওয়ার্ডে সর্বদা গর্ভবতী মায়েদের জন্য জরুরি চিকিৎসাসেবা, রক্ত পরীক্ষাসহ প্রয়োজনীয় ডায়াগনস্টিক সুবিধা ও পরামর্শ প্রদান করা হয়। এছাড়া প্রসবপরবর্তী সেবা এবং নবজাতকের স্বাস্থ্য পর্যবেক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ সর্বদা জনসাধারণের সেবায় নিয়োজিত এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও উন্নত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধন্যায়ভিত্তিক সমাজ গঠনে গণজাগরণ গড়ে তুলুন
পরবর্তী নিবন্ধ‘কবিতার কোলে কবিতার বোলে’