চট্টগ্রাম বন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা বন্দরের শহীদ ফজলুলর রহমান মুন্সি অডিটরিয়ামে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাহমুদ হারুন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের ট্রেনিং ম্যানেজার কুদরত–ই–খুদা। বিগত ২০২৩–২০২৫ইং সালের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম নান্টু। আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক মুহাম্মদ আফছার উদ্দিন। সভায় আগামী ২০২৫–২০২৭ইং কমিটি গঠনের লক্ষ্যে দুইটি পদ সৃষ্টি অনুমোদন করা হয়। এ জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের নির্বাহী প্রকৌশলী অব. মুহাম্মদ ইমাম হোসেন, ইস্টার্ন রিফাইনারীর ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলমগীর, আব্দুল্লাহ আল বিপ্লব, প্রকৌশলী মুহাম্মদ আব্দুর রহমান, প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুর রহমান, আনোয়ার হোসেন, মুহাম্মদ ইউসুফ, প্রকৌশলী (অব🙂 মুহাম্মদ নুরুল আবসার, মুহাম্মদ রহিম উল্লাহ, এস.এম. তারেক, মুহাম্মদ জিয়াউদ্দিন। বক্তব্য রাখেন মুহাম্মদ মোজাম্মেল হক, মনোয়ারুল ইসলাম, মো. আরিফুর রহমান, এম.এম. আব্দুল রাকিব চৌধুরী, জহিরুল জহুরুল ইসলাম, মেজবাহ উদ্দিন সালেহ, মুহাম্মদ দেলোয়ার হোসেন, সুমন দাশ, মুহাম্মদ সাগির আজম, রাকিব হোসাইন, মো. নাহিদ হাসান সুমন, আব্দুল্লাহ আল নাঈম প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মুহাম্মদ হারুন ভূইয়াকে অবসর জনিত বিদায় সংবর্ধনা ও স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।