বাঁশখালীতে চুনতি বনাঞ্চল পুনরুদ্ধারকল্পে আকাশমণি অপসারণ পূর্বক দেশীয় প্রজাতির চারা রোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়। বনবিভাগের চাম্বল বন্যপ্রাণী অভয়ারণ্যে বিট, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জের আয়োজনে গতকাল শনিবার নাপোড়া পানি কাটা এলাকার সংরক্ষিত বনে চারা রোপণ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মুহাম্মদ ইয়াছিন নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক, জলদী বিট কর্মকর্তা আবুল কালাম আজাদ, নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস, মুহাম্মদ মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা, তাফহিমুল ইসলাম।