চাইল্ড ফেয়ার একাডেমী এন্ড হাই স্কুল ও পাইওনিয়ার টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে মেধাবী অচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহয়তা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ এম.এন হুছাইনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ কনিকা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার চট্টগ্রাম–২ মোঃ আলমগীর। এ সময় অনুষ্ঠানের উদ্বোধন করেন হালিশহর প্রী–ক্যাডেট স্কুলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংক পিএলসি বি ব্লক উপশাখার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফ উদ্দীন, আজিজ মিয়া, ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় অনুষ্ঠানের অতিথিবৃন্দ এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফাউন্ডেশনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, মহতী কার্যক্রমের সাথে সবসময় সম্পৃক্ত থাকার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।