চট্টগ্রামের সাতকানিয়ায় গৃহবধূ শাহিন আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও সর্বস্তরের জনসাধারণ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাতকানিয়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে নারী নির্যাতন, পরকীয়াজনিত দ্বন্দ্ব ও পরিকল্পিত হত্যার অভিযোগ এনে বিচার দাবি করেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমাদের ভোন শাহিন আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা উপজেলা ও থানা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি, কোনো সমঝোতা বা সিম্প্রীতি নয়—প্রকৃত ঘটনা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের ফাঁসি দিতে হবে।”
এ সময় শাহিন হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর।
এ ঘটনায় নিহতের ভাই মোক্তার হোসেন বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং: ২৪, ধারা ৩০৬/৩৪, পেনাল কোড। মোক্তার হোসেন বলেন, “আমরা খাটের সঙ্গে বোনের লাশ ঝুলতে দেখি, অথচ পা খাটে ঠেকে ছিল। এটি আত্মহত্যা হতে পারে না। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমি বোনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করছি।”
মানববন্ধনে অংশ নেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম, ইউপি সদস্য নজরুল ইসলাম, জামায়াত নেতা খোরশেদুল আলম, বিএনপি নেতা আব্দুস সবুর, আবু তাহের, জিয়াবুল, মনজুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার না হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।