পটিয়ায় দুই ঈগল পরিবহনের সংঘর্ষে ১২ জন আহত

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় দুই ঈগল পরিবহনের সংঘর্ষে ১২জন যাত্রী আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার আমজুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় দুই ঈগল পরিবহনের ১২জন যাত্রী আহত হয়েছে বলে স্থানীয়রা জানান। আমজুর হাট এলাকায় দ্রুতগামী দুইটি ঈগল পরিবহনের বাস পিছন থেকে আরেকটি ঈগল পরিবহনকে ধাক্কা দিলে দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়।

আহত ৮ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেয়া যাত্রীরা হলেন, নোয়াখালী জেলার মো: সুমন (৩৩), একই এলাকার আবদুল বারেক (৪০), নগরীর তুলাতলী এলাকার নেছার (৪৫), একই এলাকার মোস্তফা (৩৮), পটিয়ার ছনহরার আবু তাহের (৬০), চন্দনাইশ উপজেলার রওশন হাট এলাকার রাশেদা (২৩), সিলেটের মঈনুদ্দিন (২৫) ও একই এলাকার জুনায়েদ (২৭)।

এর মধ্যে আহত যাত্রী নেছারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে নিশ্চিত করে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাবরিনা বলেন, বাস দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসা ৮ জনকে এখানে চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে গুরুতর আহত একজনকে চমেকে রেফার করা হয়েছে।

এ বিষয়ে ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দীন জানান, সকাল ৯টার পর পটিয়ার আমজুর হাট এলাকায় দুই ঈগল পরিবহনের সংঘর্ষে ৮যাত্রী আহত হয়। একটি ঈগল পরিবহনের বাস হাইওয়ে থানায় আটক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাসচাপায় প্রাণ গেল মাইক্রোবাস চালকের, টোল প্লাজা থেকে চালক-সহকারী আটক
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে গাছের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার