তারুণ্যের উৎসব বাস্কেটবল প্রতিযোগিতা শুরু

| শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

এসো দেশ বদলাই পৃথিবী বদলাইস্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে সাগরিকা বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামস্থ টেনিস কোর্টে শুরু হয়েছে সিজেকেএস আয়োজিত দুই দিনব্যাপী বাস্কেটবল প্রতিযোগিতা। গতকাল শুক্রবার বিকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য আরিফ মঈনুদ্দিন। সিজেকেএস বাস্কেটবল উপ কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর ও সাবেক বাস্কেবল খেলোয়াড় আলী আজম, সিজেকেএস কাউন্সিলর সারওয়ার আলম চৌধুরী মনি, মোঃ রায়হান উদ্দীন, ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম, সিজেকেএস প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন, সিজেকেএস বাস্কেটবল উপ কমিটির সদস্য রুমেল রাশা, ইমরুল কায়েস, নুরুল হুদা, দেবরা হালদার সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ। দুদিন ব্যাপী এই প্রতিযোগিতায় ২৭ টি দল অংশগ্রহণ করছে। দুটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। যেখানে পুরুষ বিভাগে উম্মুক্ত এবং অনূর্ধ্ব১৯। আর নারী বিভাগের প্রতিযোগিতা উম্মুক্ত। উদ্বোধনী দিনে মোট ২৯ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় চূড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে ভারত-পাকিস্তান প্রথম ফাইনাল
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সফরে অনিশ্চিত ও. ইন্ডিজের শামার জোসেফ