এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে ভারত-পাকিস্তান প্রথম ফাইনাল

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

এশিয়া কাপের গ্রুপ পর্ব এবং সুপার ফোর পর্ব শেষ হয়েছে গতকাল। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে এবারের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের কাছে এমন একটি ম্যাচ স্বপ্নের মতো। ১৯৮৪ সালে শুরু এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি আগে। যা এবার ঘটলো। ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান। যদিও ভারতপাকিস্তান লড়াই এখন আর তেমন জমে না। এখন অনেকটা একপেশে ম্যাচ হয়। তবু দুই দলের সমর্থকদের কাছে এখনও এটি বহুল আরাধ্য এক ম্যাচ। দুবাইয়ে আগামীকাল রোববার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। তাই ৪১ বছর পর হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে বাড়ছে উত্তেজনা এবং উম্মাদনা।

পাকিস্তান এখন পর্যন্ত এশিয়া কাপে দুটি ম্যাচ হেরেছে। আর দুটিই ভারতের বিপক্ষে। আর কোনো দলের বিপক্ষে তারা হারেনি। সেই ভারতের বিপক্ষেই ফাইনালে লড়তে হবে সালমান আলি আগার বাহিনীকে। যে ভারত এখন পর্যন্ত এশিয়া কাপে অপরাজিত। এশিয়া কাপের ইতিহাসে যদিও এবার প্রথমবার ভারত ও পাকিস্তান ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। তবে সামগ্রিকভাবে, ভারতপাকিস্তান একে অপরের বিপক্ষে পাঁচটি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে। যার মধ্যে এগিয়ে আছে পাকিস্তান। তারা জিতেছে তিনটিতে। আর ভারত জিতেছে দুটিতে। গত বৃহষ্পতিবার অনেকটাই সেমিফাইনালে পরিণত হওয়া সুপার ফোর পর্বের ম্যাচে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। অবশ্য ভারত তার আগেই ফাইনালে জায়গা করে নেয় টানা দুই ম্যাচে পাকিস্তান এবং বাংলাদেশকে হারিয়ে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে শহীদ স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চিটাগাং কিংস
পরবর্তী নিবন্ধতারুণ্যের উৎসব বাস্কেটবল প্রতিযোগিতা শুরু