চট্টগ্রাম লেখিকা সংঘের শরৎকালীন সাহিত্যাসর

| শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেখিকা সংঘের উদ্যোগে শরৎকালীন সাহিত্য আসর গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম লেডিস ক্লাব মিলনায়তনে সংঘের সভানেত্রী কবি ফরিদা ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আক্তারের সঞ্চালনায় শরৎ বিষয়ক গল্প পাঠ, কবিতা আবৃত্তি, গান, কথামালা ও আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, পারভিন চৌধুরী, তাহেরা বেগম, মর্জিনা আখতার, জেবারুত সাফিনা, পারভিন জালাল, নুসরাত সুলতানা, মারজিয়া খানম সিদ্দীকা, অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী, সৈয়দা করিমুননেসা, কস্তুরী সিংহ, কামরুন ঋজু, অধ্যাপক বদরুন্নেসা সাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ২ হাজার ইয়াবা জব্দ, রোহিঙ্গাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধসরকারি বেসরকারি যৌথ পদক্ষেপে সমৃদ্ধ হোক দেশের পযটন শিল্প