আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্, সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ ও সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ) স্বদেশ পাকিস্তানের সিরিকোট শরীফে গতকাল শুক্রবার পৌঁছেছেন। আওলাদে রাসূলগণ সুস্থ শরীরে স্বদেশে ফেরায় মহান আল্লাহ ও তাঁর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, সদস্য পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন, গাউসিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ, অসংখ্য পীর ভাই–বোন ও আশেকবৃন্দ।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আওলাদে রাসূলগণ ঢাকা ও চট্টগ্রামের ঐতিহাসিক জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নেতৃত্ব দিতে বাংলাদেশে আসেন। উভয় জুলুছ তাঁদের নেতৃত্বে স্মরণকালের সেরা সফলতা অর্জন করে।
পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে ডজনখানেক মাদ্রাসা, মসজিদ, খানকা প্রতিষ্ঠা ও পরিদর্শনসহ অতীব তাৎপর্যবহ এবং যুগোপযোগী একাধিক কর্মসূচি বাস্তবায়ন করে আওলাদে রাসূলগণ বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
এরপর গত ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম হতে ঢাকা এবং ২৫ সেপ্টেম্বর ঢাকা হতে স্বদেশ পাকিস্তানের উদ্দেশে রওয়ানা হন। প্রেস বিজ্ঞপ্তি।