বাংলাদেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান প্রাকৃতিক সম্পদে ভরপুর। অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় এ পার্বত্য এলাকা হচ্ছে পাহাড়, হ্রদ, নদী ঘেরা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়িদের সংস্কৃতি এ এলাকাকে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হওয়ার সম্ভাবনা বহন করে। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল। নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত।
নৃ–তাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাসে বৈচিত্র্যময় এ কক্সবাজারের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো লাবনী বিচ, সুগন্ধা বিচ, কলাতলী বিচ, হিমছড়ি, ইনানী বিচ, মেরিন রোড, সেন্টমার্টিন, রামু বৌদ্ধ বিহার, মহেশখালী, সোনাদিয়া দ্বীপ, কুতুবদিয়া দ্বীপ ইত্যাদি।
বিশ্বে অনেক দেশ ট্যুরিজম খাতকে আয়ের অন্যতম প্রধান খাত হিসেবে বিবেচনা করে আসছে। নতুন নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পর্যটনের উন্নয়নের দুয়ার উন্মোচন ঘটানোর প্রয়াস অব্যাহত রেখে চলছে বিশ্বের বিভিন্ন উন্নত দেশ। তাই পরিবর্তিত সময়ের সাথে সাথে এবং পরিস্থিতির সাথে তাল মিলিয়ে পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতকে এগিয়ে নিতে পারলে বাংলাদেশের অর্থনীতিতে পর্যটন হতে পারে অন্যতম প্রধান রাজস্ব অর্জনের খাত। পর্যটন খাতে তাই হাতছানি দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের সম্ভাবনা।
এসব অঞ্চলের নৈসর্গিক সৌন্দর্যকে তাই কাজে লাগিয়ে সম্ভাবনার দুয়ারকে করতে হবে উন্মোচন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে ফুটে উঠেছে সম্ভাবনার সেই চিত্র।