‘ঘোর আঁধারে আলোকবর্তিকা খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.)’

পশ্চিম গুজরায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল

| শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১৮ পূর্বাহ্ণ

যে যুগের ভয়াবহতা যত বেশি সে যুগে তত বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন হাদী বা পথ প্রদর্শক মহান আল্লাহপাক অনুগ্রহ করে প্রেরণ করেন। আইয়্যামে জাহেলিয়তের অন্ধকার যুগে প্রিয় রাসূল (.) এর আগমনে সমস্ত পৃথিবী আলোকিত হয়। নবীজিকে অনুসরণ ও অনুকরণের মধ্য দিয়ে যে সকল মহামনীষীগণ ইতিহাসের পাতায় স্মরণীয় হয়েছেন তাদের মধ্যে খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) অপরিসীম মর্যাদায় সমাসীন। যিনি নব্য জাহেলিয়ত যুগে এসে মানুষকে এমনভাবে আল্লাহ ও রাসূল (.) এর পথে এনেছেন যা স্মরণকালের মধ্যে অনবদ্য ও অনন্য।

গতকাল শুμবার বাদে আসর হতে রাউজান মগদাই বাজারস্থ ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৪ নং মগদাই ও রূপচাঁন্দ নগর শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (.), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে আয়োজিত এশায়াত মাহফিলে ধর্মপ্রান মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে প্রধান মেহমানের বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন১১নং গুজরা ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ নুরুল হক ও গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ আলাউদ্দীন। বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল ও মাওলানা মুহাম্মদ সায়েম। মিলাদকিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তিসমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলাঙ্গল নিয়ে জাপার তিন খণ্ডের টানাটানি
পরবর্তী নিবন্ধচুয়েটে ভর্তি বন্ধের ব্যানার প্রকৌশল অধিকার আন্দোলনের