পার্বত্য চট্টগ্রামে নারী নিপীড়নের বিরুদ্ধে খাগড়াছড়িতে নিপীড়ন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ‘জুম্ম ছাত্র–জনতা’র ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে চেঙ্গী স্কয়ার, মহাজন পাড়া, শাপলা চত্বর ,ভাঙা ব্রিজ ঘুরে চেঙ্গী স্কয়ারে গিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে খাগড়াছড়ি জেলায় আজ শনিবার সকাল–সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র–জনতা।
সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে নারী নিপীড়ন, ধর্ষণের মতো ঘটনা ঘটলেও বিচারহীনতার সংস্কৃতির কারণে অভিযুক্তরা ছাড় পেয়ে যায়। বক্তারা সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী নিপীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এবং জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। এতে বক্তব্য রাখেন কৃপায়ন ত্রিপুরা, ক্যাচিংনু মারমা, আকাশ ত্রিপুরা, কবিতা চাকমা, উকানু মারমা প্রমুখ।
মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করে ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পলাতক রয়েছে আরো ২ আসামি। ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধ পালন করে জুম্ম ছাত্র–জনতা।
এদিকে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র–জনতার সমাবেশ থেকে নিরাপত্তা বাহিনীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চেঙ্গী স্কয়ার মোড়ে সমাবেশ চলাকালে মাইনী ভ্যালিস্থ স্মৃতিসৌধ এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া হলে কাঁচ ভেঙে গাড়ির চালক আহত হয়।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম থেকে সরকারি কাজ শেষে ফেরার পথে খাগড়াছড়ি সদরের মাইনী ভ্যালি এলাকা থেকে গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া শুরু হয়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত ও একজন আহত হয়। ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।