হাটহাজারীতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১৭ অপরাহ্ণ

হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালের দিকে পৌরসভার ডাক বাংলো চত্তর এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা সাইফুদ্দিন চৌধুরী ও মো. মিজানুর রহমান, বায়তুলমাল সেক্রেটারী মো.এমরান হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এসএম রাশেদ, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ খান,শহর শিবির সভাপতি মো.রিয়াদুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসলাম মোর্শেদ প্রমূখ।

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন পদ্ধতির দূর্বলতার সুযোগে এদেশে বাকশাল, সৈরাচার ও ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে আবার ফ্যাসিবাদের জন্ম হবে।বাংলার জনগণ আর ফ্যাসিবাদের জন্ম হতে দিবে না। তাই দেশের সর্বস্তরের জনতার এবং জামায়াতে ইসলামীর দাবী আগামী ফেব্রুয়ারীর নির্বাচন পি আর পদ্ধতিতে হতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে হাটহাজারী পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধলামায় পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের সমাবেশ
পরবর্তী নিবন্ধযানজট নিরসনে হাটহাজারী বাজারে অভিযান, ৮ ব্যক্তিকে অর্থদন্ড