কাপ্তাইয়ে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা বরইছড়ি কর্ণফুলী স্টেডিয়ামে ফুটবল খেলার মাধ্যমে সমাপ্ত হয়েছে। ফুটবলের ফাইনাল চিৎমরম উচ্চ বিদ্যালয় এবং কেআরসি উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় চিৎমরম উচ্চ বিদ্যালয় ২০ গোলে কেআরসি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে ট্রফি বিতরণ করেন কাপ্তাই ্‌উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধফুটবলের বিপিএল এখন বিএফএল
পরবর্তী নিবন্ধপাকিস্তানের ফারহান এবং রউফের বিরুদ্ধে আইসিসিতে নালিশ ভারতের