সেন্ট স্কলার্সটিকার্স গার্লস স্কুল এন্ড কলেজের কারাতে সংবর্ধনা

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

সুস্থতা, আত্নরক্ষা পাশাপাশি আত্নবিশ্বাস বাড়াতে গত ৭ বছর ধরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্কুল সেন্ট স্কলার্সটিকার্স গার্লস স্কুল এন্ড কলেজে নিয়মিত কারাতে প্রশিক্ষণ দিয়ে আসছে স্কুল কর্তৃপক্ষ। গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল ২৫ জুন সেশনের কিউ পরীক্ষায় উত্তীর্ন ছাত্রীদের কারাতে, বেল্ট, সনদ ও ১১ জন কারাতে শিক্ষার্থী কারাতে পরীক্ষায় এ প্লাস পাওয়ায় তাদের সংবর্ধনা। স্কুলের সহকারী শিক্ষিকা ও কারাতে কোঅর্ডিনেটর সিস্টার গমেজ চন্দনা ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য এ বি রনির সঞ্চালনায় এবং স্কুলের প্রিন্সিপাল সিস্টার রিক্তা খ্রীস্টিনা গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসটিএসজিএসসি স্কুলের উপদেষ্টা সিস্টার মেরী আলো পালমা। বিশেষ অতিথি ছিলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল সিস্টার রুমা খ্রীস্টিনা কস্তা, সিস্টার করবী পাথাং। উপস্থিত ছিলেন স্কুলের মহিলা কারাতে কোচ সেনপাই তারিফাহ বিনতে রনি, সহকারী কোচ লারাইবা কবীর চৌধুরী, কোয়েল বনিক, সাঈদা রুবায়েত জেনিফা, মিশকাত জাহান মাইশা, অংকিতা চৌধুরী দিঘী ও মীম।

পূর্ববর্তী নিবন্ধসুপার ফোর পর্বের শেষ ম্যাচে ভারত ও শ্রীলংকা মুখোমুখি আজ
পরবর্তী নিবন্ধমেসির জোড়া গোলে প্লে-অফে ইন্টার মিয়ামি