চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সন্দ্বীপের লঞ্চঘাট জোয়ার এলে পানিতে ডুবে যায়। সেখানে আরও কিছু কাজ প্রয়োজন। ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে। তবে সামান্য উদ্যোগ নিলেই সন্দ্বীপবাসীর বড় সমস্যার সমাধান হয়ে যাবে।
তিনি গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে নগরীতে বসবাসকারী সন্দ্বীপবাসীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রকৌশলী বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও জহির উদ্দিন বাবরের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে ইসরাফিল খসরু সন্দ্বীপের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। তিনি বলেন, সন্দ্বীপ একটি সমৃদ্ধ জনপদ, যার রয়েছে গৌরবময় অতীত। সভাপতি প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, এই ধরনের আয়োজন সন্দ্বীপের মানুষকে একত্রিত করে এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করে। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু তাহের, ইঞ্জিনিয়ার সেলিম, মো. জানে আলম,অ্যাডভোকেট এনামুল হক, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। উপস্থিত ছিলেন মোশারফ হোসেন দিদার, আকবর হোসেন ভুইয়া, জাহাঙ্গীর হোসেন, জেসমিনা খানম, নাসিমা আলম,সিরাজুল ইসলাম রাশেদ, ইলিয়াস আলী, নিজাম উদ্দীন, এম এ আজিজ, শাওন উদ্দিন রকি, বিপুল খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।