চকবাজার ফুলতলা মোড়ে ৭ মহল্লা কমিটির সভা

সন্ত্রাস-চাঁদাবাজ-মাদকমুক্ত এলাকা গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৪ পূর্বাহ্ণ

সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, যানজট তথা সামাজিক বিশৃঙ্খলা প্রতিরোধকল্পে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মহল্লা ভিত্তিক এক প্রতিবাদ সমাবেশ চকবাজার কে বি আমান আলী রোডের দুই প্রান্তের ৭টি মহল্লা কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। স্বাগতিক মহল্লা ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান সুমনের সভাপতিত্বে ও সেক্রেটারি এম এ নাছেরের সঞ্চালনায় চকবাজার ফুলতলা মোড়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চাঁন মিয়া মুন্সি লেইন মহল্লা কমিটির আহ্বায়ক এমদাদুল হক বাদশা, হারেজ শাহ লেইন মহল্লা কমিটির সভাপতি শহীদুল আলম খসরু, বড় মিয়া মসজিদ মহল্লা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জানে আলম, রসুলবাগ আ/এ সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নসুরুল্লাহ করিম চৌধুরী, বারাইপাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক গোলজার হোসাইন, চাঁন মিয়া মুন্সি লেইন মহল্লা কমিটির সদস্য সচিব লায়ন আব্দুল মন্নান, বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির সদস্য সচিব সাইদুল ইসলাম সাঈদ, শাহী আ/এ সমাজ কল্যাণ পরিষদের প্রতিনিধি সাজিদ হোসেন রনি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাহিদ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর রাহাত্তার পুল মহল্লা কমিটির প্রধান উপদেষ্টা মো. এসকান্দর, রসুলবাগ আ/এ সমাজ কল্যাণ পরিষদের সহঅর্থ সম্পাদক মো. কেফায়েত উল্লাহ, ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির সহসভাপতি মো. এস্কান্দর, ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির সহসভাপতি মো. আকতার হোসেন, ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির সাংগঠনিক সম্পাদক যায়েদ বিন সুলতান, হারেজ শাহ লেইন মহল্লা কমিটির যুগ্ম সম্পাদক মো. ইউসুপ, ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির সহঅর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহেদুর রহমান বাহাদুর, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, রাহাত্তার পুল মহল্লা কমিটির যুগ্ম সদস্য সচিব মো. শাহজাহান, ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক সরফরাজ নেওয়াজ, ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল হক, ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক এনামুল হক, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সদস্য আবদুর রহমান, সমাজসেবক বশির আহমেদ কালু, ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির সদস্য মোরশেদুল আলম, সংগঠক মারুফ হোসেন জাবেদ, ঘাসিয়ার পাড়া যুব সংঘের আহ্বায়ক বেলাল উদ্দিন, সদস্য সচিব শহীদুল ইসলাম জাসেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআছাদিয়া নূরীয়া যুব পরিষদের সুলতানুল মোনাজরীন কনফারেন্স কাল
পরবর্তী নিবন্ধব্যাংকার্স ক্লাব, চট্টগ্রামের মিলনমেলা আজ