নিশ্চয় আল্লাহর নিকট সমস্ত জীবের মধ্যে নিকৃষ্টতম তারাই, যারা বধির মুুক, যাদের বিবেক নেই।
–আলকোরানের বঙ্গানুবাদ (৮ ঃ ২২) সূরা আল–আন্ফাল।
যে ব্যক্তি বিনা ওজরে স্বেচ্ছায় তিন জুমআ পরিত্যাগ করে, সে মোনাফেক।
–আল হাদীস (ইবনে হাব্বান)।
ভীতি সর্বদাই অজ্ঞতা থেকে উত্থিত হয়।
– ইমারসন।