আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্, সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ ও সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ) স্বদেশ পাকিস্তানের সিরিকোট শরীফের উদ্দেশে গতকাল বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেন। মোহাম্মদপুর খানকা–এ কাদেরিয়া এবং শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে তাঁদের বিদায় জানান আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু),ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, সদস্য পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন, ঢাকা আনজুমানের সভাপতি হাজী মুহাম্মদ শহীদুল্লাহ্, সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবদুল মালেক বুলবুল, ফাইন্যান্স সেক্রেটারি শোয়েবুজ্জামান তুহিনসহ গাউসিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ, অসংখ্য পীর ভাই ও আশেকবৃন্দ। বিদায়বেলায় পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) দেশ ও দশের জন্য দোয়া করেন। প্রেস বিজ্ঞপ্তি।