নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা আখতারের

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, নিউ ইয়র্কের স্থানীয় সময় গত বুধবার রাতে জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় তিনি এ মামলা করেন। বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার দুপুরে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিও বার্তায় আখতার এ মামলার কথা জানান। খবর বিডিনিউজের।

ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, এয়ারপোর্টে হামলার পরে আজ (নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার) সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা দায়ের করার জন্য আমাদের পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যা চেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিলতাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও থেকে হিযবুত তাহরীর সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না : সালাহউদ্দিন