মাদারবাড়ীতে ট্রাক চাপায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

নগরীর মাদারবাড়ীতে ট্রাক চাপায় এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মাদারবাড়ী শুভপুর বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় ট্রান্সপোর্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদকে একটি ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল বেলা ১২ টা নাগাদ আজাদ এন্টারপ্রাইজ নামের ট্রান্সপোর্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আবুল কালাম আজাদ রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপা পড়ে নিহত হন। তিনি নগরীর দেওয়ার বাজার ডিসি রোড এলাকার ৩২৯/এ নুরজাহান প্লাজার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি’র শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার
পরবর্তী নিবন্ধজনগণের আস্থা ও সহযোগিতাই আইনশৃঙ্খলা রক্ষার মূল শক্তি