তীব্র যানজটে স্থবির নগরী

রাস্তাজুড়ে খোঁড়াখুঁড়িসহ একাধিক কারণে এ অবস্থা

হাসান আকবর | শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী থমকে গিয়েছিল গতকাল। সকাল থেকে তীব্র যানজটে স্থবির হয়ে উঠে নাগরিক জীবন। স্বাভাবিক যানজট ঠেলে আধঘণ্টায় পাড়ি দেয়া যায় এমন এলাকায় গতকাল লেগেছে দেড় থেকে দুই ঘণ্টা। রাস্তাজুড়ে খোঁড়াখুঁড়ি, উন্নয়ন কাজের বেহাল অবস্থা, অবৈধ পার্কিং, রাস্তার পাশে হকার এবং ভাসমান ব্যবসায়ীদের অবাধ বাণিজ্যসহ বিভিন্ন কারণে এই যান চলাচলে বেহাল দশার সৃষ্টি করে। পুলিশ বলেছে, বৃহস্পতিবারে স্বাভাবিকভাবে যানজট কিছুটা বাড়ে। তবে গতকাল পূজার কেনাকাটায় মার্কেটকেন্দ্রিক যানজট বাড়ায় নগরজুড়ে কিছুটা প্রভাব পড়েছে।

নগরীর প্রায় প্রতিটি এলাকায় গতকাল দিনভর তীব্র যানজট ছিল। সপ্তাহের শেষ দিনে সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকাগুলোতে যানজট শুরু হয়। বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা যানজট ছিল। যানজটের কারণে একদিকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছিল ঘণ্টার পর ঘণ্টা, অন্যদিকে তীব্র গরমের কারণে নাকাল ছিল নগরজীবন। যানজটের কারণে বিমানের যাত্রী, অ্যাম্বুলেন্সের রোগী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

সরজমিনে দেখা গেছে যে, নগরীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশের ফুটপাত দখল করে চলছে ব্যবসাবাণিজ্য। যত্রতত্র যানবাহন দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠানামা করছে। নগরীর প্রতিটি মোড়েই বিরাজ করছে বিশৃঙ্খলা।

চট্টগ্রাম মহানগরীর রাস্তার পরিমাণ এমনিতেই প্রয়োজনের তুলনায় নগণ্য। সড়কজুড়ে বাণিজ্য এবং অবৈধ পার্কিং সেই নগণ্য রাস্তার একটি বড় অংশ দখল করে রাখে। এছাড়া ওয়াসার খোঁড়াখুঁড়ি এবং কাজের জন্য ঘেরা দিয়ে রাস্তা দখল করে রাখায় রাস্তা আরো ছোট হয়ে গেছে। যান্ত্রিক ও অযান্ত্রিক মিলে রাস্তার ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন চলাচলের ফলে সড়কে গাড়ির চাপ অস্বাভাবিকভাবে বেড়েছে। এর ফলে কোনো এলাকায় যানজট সৃষ্টি হলে দ্রুত তাঁর নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ছে আশপাশে।

রাস্তাজুড়ে অবৈধ পার্কিং ও হকারদের দখল নিয়ন্ত্রণ করা গেলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে উল্লেখ করে সূত্রগুলো বলেছে, নগরজীবনের স্থবিরতা কাটাতে এর কোনো বিকল্প নেই।

এই ব্যাপারে নগর পুলিশের একজন কর্মকর্তা গতকাল দৈনিক আজাদীকে বলেন, পুলিশ রাতে দিনে কাজ করছে। বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু সমস্যাও রয়ে গেছে। এলিভেটেড এঙপ্রেসওয়ে এবং স্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়নের কাজের জন্য নগরীর যান চলাচল স্বাভাবিক রাখা কঠিন করে তুলেছে। আগ্রবাদে নালা পরিষ্কার করা মাটি রাস্তার উপর রাখার কারণেও সংকট হচ্ছে।

এছাড়া বন্দরকেন্দ্রিক গাড়ির চাপ শহরের যান চলাচলে অনেক বড় জট তৈরি করছে বলেও ওই পুলিশ কর্মকর্তা মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধআনুষ্ঠানিক প্রচারণা শুরু, প্রথম দিনই সরগরম শাটল-ক্যাম্পাস
পরবর্তী নিবন্ধনভেম্বর থেকে চার মাসের জন্য খুলবে সেন্ট মার্টিন