চট্টগ্রামে ট্রাক চাপায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর মাদারবাড়ীতে ট্রাক চাপায় এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মাদারবাড়ী শুভপুর বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় ট্রান্সপোর্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদকে একটি ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ আজাদ এন্টারপ্রাইজ নামের ট্রান্সপোর্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আবুল কালাম আজাদ রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন।

আবুল কালাম আজাদী দিদার মার্কেট এলাকার মদিনা মসজিদের পাশেই বসবাস করতেন।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ভাবির ১০ ভরি সোনা চুরি করে ধরা পড়ল দেবর