হংকংয়ের বিপক্ষে খেলতে আসছেন হামজা-শামিত

| বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১০ পূর্বাহ্ণ

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের দুই ম্যাচ হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর ঢাকায় এবং ১৪ অক্টোবর হংকংয়ে হবে ম্যাচ দুটি। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড শেষ হওয়ার পরই ক্যাম্পের খেলোয়াড় তালিকা চূড়ান্ত করবেন কোচ। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ পূর্ণ শক্তি নিয়েই নামবে। ক্যাম্পের শুরু থেকে হামজাশামিতকে না পেলেও হামজা ক্যাম্পে যোগ দেবেন ৬ অক্টোবর ও শামিত সোম ৭ অক্টোবর।

পূর্ববর্তী নিবন্ধচীনের দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে সরানো হলো ১৯ লাখ মানুষকে
পরবর্তী নিবন্ধশিরোপার স্বপ্ন দেখছে পাকিস্তান