খসরুর সাথে পূজা মণ্ডপের নেতৃবৃন্দের মতবিনিময়

| বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:০৬ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী হিন্দু সমপ্রদায়ের বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বুধবার বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তার মেহেদীবাগ বাসভবনে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড, ১৩ নম্বর খুলশী ওয়ার্ড, ২৫ নম্বর রামপুর ওয়ার্ড, ২৬ নম্বর হালিশহর ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এ সময় খসরু বলেন, দুর্গাপূজা একটি দুর্গোৎসব। এটি আনন্দের সাথে সকলে মিলেমিশে পালিত হয়। বাংলাদেশ সামপ্রদায়িকতা মুক্ত দেশ। এখানে সকল ধর্মের লোক একসাথে যার যার ধর্মীয় উৎসব পালন করে। এটাই আমাদের ঐতিহ্য। তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি ৩৬টি ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপে সার্বিক সহযোগিতা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, শাহ আলম, মনজুর আলম, মহিলা দল সভানেত্রী মনোয়ার বেগম মনি, সহসভাপতি জেসমিন খানম, বিএনপি নেতা মোহাম্মদ হুমায়ন, আবু জহুর, সাইফুল আলম, মনির আহমদ, মোহাম্মদ ওমর, লালখান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সৈয়দ ওমর ফারুক, দক্ষিণ কাট্টলী বিএনপির আহ্বায়ক মো. শফিউল্লাহ, রামপুর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. আফসার, লালখান বাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুটপাত দখল করে ব্যবসা, ৪০ অস্থায়ী দোকান উচ্ছেদ করল চসিক
পরবর্তী নিবন্ধচায়না এম্বাসেডর কাপে চট্টগ্রাম উশু একাডেমির সাফল্য