সৎ ভাইয়ের হাতে কিশোর খুন

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:০৪ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম সোহেল বড়ুয়া (১৭)। গতকাল বুধবার স্থানীয়দের সহযোগিতায় পুলিশ হত্যাকারীকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময়ে পারিবারিক বিরোধের জের ধরে বাকবিতণ্ডায় সৎ ভাইয়ের ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু হয়েছে। ছুরিকাঘাতের পরই স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের নাম সোহেল বড়ুয়া (১৭)। নিহত কিশোর স্থানীয় বাসিন্দার রাধাকান্ত বড়ুয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘুমধুম থেকে হত্যাকারী সৎ বড়ভাই সুপন বড়ুয়াকে (৩০) গ্রেপ্তার করেছে। নাইক্ষ্যংছড়ি ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. জাফর ইকবাল জানান, সৎ ভাইয়ের হাতে সহোদর ছোট ভাই ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যার আলামত জব্দ এবং হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলাম আনোয়ারা জাকারিয়া এতিমখানা পরিদর্শনে আঞ্জুমানের নির্বাহী সদস্যবৃন্দ
পরবর্তী নিবন্ধবন্দরের বাড়তি ট্যারিফ এক বছর স্থগিত রাখার অনুরোধ