সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

| বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:০২ পূর্বাহ্ণ

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল অ্যান্ড কলেজে প্রতিবারের ন্যায় এবারও দুইদিন ব্যাপী বার্ষিক বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা গতকাল বুধবার শুরু হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারাহ জাহান। বিশেষ অতিথি ছিলেন সেন্ট স্কলাসটিকাস্‌ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার রিক্তা ক্রিস্টিনা গোমেজ আরএনডিএম এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য বৃজেট ডায়েস।

স্বাগত বক্তব্য দেন, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার সনেট ফ্রান্সিস রোজারিও সিএসসি। বক্তব্য দেন, সাংস্কৃতিক ক্লাবের আহ্বায়ক ইন্দ্রানী পাঠক। সঞ্চালনায় ছিলেন শিক্ষক সুমন চক্রবর্তী ও ক্রিস্টাবেল শার্লিন গোনছালভেছ। প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান চর্চা অত্যাবশ্যক। এছাড়াও তিনি এসপিএসসি এর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।

সভাপতি তাঁর বক্তব্যে বিজ্ঞান, সংস্কৃতি ও চিত্রকলার সমন্বয়ে ছাত্রদের গড়ে তোলার তাগিদ দেন। মেলায় পাঁচটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিমানবন্দর সড়কে নাসা গ্রুপের কারখানা শ্রমিকদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদেরকে সামাজিক মূল্যবোধের চর্চার সুযোগ দিতে হবে