নিঃস্বার্থ নবজীবন সংগঠনের উদ্যোগে ১ যুগ পূর্তি উদযাপন ও স্মরণিকা প্রকাশনা উৎসব চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব হলে সমপ্রতি অনুষ্ঠিত হয়। প্রকৌশলী ক্লিনটন আচার্য্যের সভাপতিত্বে প্রকৌশলী বিশাল আচার্য্য, আকাশ দাশ ও তৃপ্তি সূরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অরূপ রতন চক্রবর্তী। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জ্যোতিষভাস্কর এস কে আচার্য্য, অতিথি ছিলেন শম্ভু দাশ, অ্যাড. শুভাশিষ শর্মা, শ্যামল বৈদ্য, শিক্ষক মিলন আচার্য্য, অ্যাড. যিশু কৃষ্ণ রক্ষিত, পলাশ কান্তি নাথ রনি, পণ্ডিত জে কে শর্ম্মা। স্বাগত বক্তব্য রাখেন ডা. পিয়াল আচার্য্য, অন্তর আচার্য্য, রুবেল দেব, জ্যোতিষ সম্রাট ড.সি আর আচার্য্য, নিউটন ঘোষ, ইমন চৌধুরী, কান্তু শর্ম্মা ও কাকন কুরী, মানবাধিকার নেতা বিপ্লব পার্থ, রাজীব ধর তমাল, কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, অরুপ দাশ রুবেল, উজ্জ্বল মল্লিক, প্রকৌশলী রুবেল দাশ, আকাশ দাশ প্রমুখ। সংগঠনের কাজের বিশেষ অবদানস্বরূপ ইন্দ্রা আচার্য্য, নিউটন ঘোষ, কান্তু শর্মা, সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন, কুঁড়েঘর সনাতনী পরিবার, মুচকি হাসি পরিবার, আমরা সবাই সনাতনী, অসিতাঙ্গ ছাত্র সংগঠনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান একটি অসহায় পরিবারকে সেলাই মেশিন ও একজনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। পরে ওয়েবসাইট, প্রথম স্মরণিকা উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।