ঝকঝকে রাজপ্রাসাদের দালানের
ইটের ফাঁক ফোঁকরে যখন অবিশ্বাস
আর প্রতারক বসবাস করে
তখন আবাসকেও কারাগার মনে হয়,
ধবধবে শুভ্র যুগল বিছানাকে
কাফনের কাপড় বলে মনে হয়।
ঘন দুধ মেশানো ধূমায়িত কফির
চুমুকের স্বাদও মুখে বিষাক্ত লাগে।
মিষ্টি মধুর ভালোবাসার বাণীও
জ্বলন্ত আগুনের ফুলকি হয়ে ঝরে।
আকাশচুম্বী স্বপ্নগুলোও হঠাৎই
মৃত নক্ষত্রের মতো খসে পড়ে।
শরীরের শক্তি কিংবা হৃদয়ের সাহসও
তখন ক্রমশ কমতে থাকে।
এক সময় মনে হয়,
তুমুল ঘূর্ণিঝড়ে দোদুল্যমান অবস্থাতে
ঝুলে না থেকে
হৃদিক ভালোবাসার মায়া কাটিয়ে
নির্বাসিত জীবন বেছে নিয়ে
স্বাচ্ছন্দ্যে শ্বাস–প্রশ্বাস নিতে পারাটাই
পৃথিবীর শ্রেষ্ঠ সুখ।