সন্ধ্যা হলেই

আরজাত হোসেন | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০০ পূর্বাহ্ণ

বাঁশ বাগানে ঝাঁকে ঝাঁকে

কিচিরমিচির পাখি ডাকে

সূর্য ডোবার আগে,

আঁধার হতেই দৌড়ে মাঝি

ঘরের দিকে ভাগে।

 

ঠেলা গাড়ির দুইটি চাকা

কাদায় পড়ে হয়েছে বাঁকা

চার জনে তা ঠেলছে,

বাঁকা চাকায় গাড়িখানা

এদিক সেদিক খেলছে।

 

পশ্চিম আকাশ টুকটুকে লাল,

জলে ভরা হাওড় ও খাল

শাপলা শালুক ফুটছে,

জলের মাঝে সূর্য কিরণ

নিখুঁত ভেসে উঠছে।

পূর্ববর্তী নিবন্ধআবদুল খালেক ইঞ্জিনিয়ার : যুগ সচেতন সত্তা
পরবর্তী নিবন্ধবিষণ্ন বিস্ময়