দিনের আলোয় লোকালয়ে হাতি, জনমনে আতঙ্ক

এম. নুরুল ইসলাম, আনোয়ারা | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় গত ৮ বছরের বেশি সময় ধরে রাতের অন্ধকারে দেয়াং পাহাড় থেকে লোকালয়ে নেমে আসত হাতির পাল। তাদের তান্ডবে প্রাণ হারিয়েছে দুই উপজেলার ২৪ জন মানুষ। আহত হয়েছেন ২ শতাধিক।

গতকাল বুধবার প্রথমবারের দিনের আলোয় লোকালয়ে নেমে আসে হাতির দল। উপজেলার হাজিগাঁও এলাকায় দীর্ঘসময় ধরে দুটি হাতিকে ঘুরে বেড়াতে দেখা যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।

রাতেদিনে হাতির এমন বিচরণে আতঙ্কে আছেন দুই উপজেলার দুই লাখ মানুষ। পাশাপাশি কোরিয়ান শিল্পজোনে কর্মরত ৪০ হাজার শ্রমিকের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যা হলে হাতিগুলো লোকালয়ে নেমে খাবারের সন্ধানে স্থানীয়দের বসতবাড়ি ও ফসলি জমিতে হানা দিয়ে প্রাণহানি, বসতবাড়ি ভাংচুর এবং বিভিন্ন সম্পদের ক্ষতি করে যাচ্ছে। হাতির বিরুদ্ধে দুই থানায় ৩ শতাধিক জিডি হয়েছে। এ অবস্থায় গত কয়েক বছর ধরে হাতিগুলো সরিয়ে নিতে স্থানীয়রা নানান কর্মসূচি পালন করে যাচ্ছে। হাতি নিয়ে স্থানীয়দের ক্ষোভের শেষ নেই। এরই মাঝে হাতিগুলো ইদানিং দিনের বেলায়ও লোকালয়ে নেমে আসছে।

গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠের দুইটি বড় আকারের হাতির বিচরণ দেখে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দুটি বড় আকারের হাতি স্থানীয় দেয়াং পাহাড় থেকে নেমে বারখাইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামের বিলে ফসলী জমিতে বিচরণ করতে দেখা যায়। কয়েক ঘণ্টা হাতিগুলো ঘুরাঘুরি পর আবারও দেয়াং পাহাড়ে উঠে যায়। স্থায়ীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, হাতিগুলো গত ৮ বছরে এলাকার অনেক মানুষ মেরেছে। তাই হাতি দেখলে আমাদের ভয় লাগে। হাতিগুলোকে আমাদের যমদূত মনে হয়, কখন আক্রমণ করে হত্যা করবে মানুষ। আমরা অতি দ্রুত হাতিগুলো সরিয়ে নিতে সরকারের কাছে আবেদন জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে স্বেচ্ছাসেবক দল নেতা আটক
পরবর্তী নিবন্ধতোফায়েল আহমেদের ভাতিজা কারাগারে