চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা হবে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গতকাল বুধবার এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী ২১ ডিসেম্বর বাংলা, ২২ ডিসেম্বর ইংরেজি, ২৩ ডিসেম্বর গণিত এবং ২৪ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। খবর বিডিনিউজের।
পাঁচটি বিষয়ে চারটি পত্রে ৪০০ নম্বরে এই পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষা হবে ৩ ঘণ্টা। স্বীকৃতিপ্রাপ্ত সরকারি–বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির ২৫ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে। এ পরীক্ষার ফলের ভিত্তিতে ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ’ কোটায় শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।