মনোনয়ন প্রত্যাহার করলেন ২০ প্রার্থী, ৪ জনের প্রার্থিতা বাতিল

চূড়ান্ত প্রার্থী ৯০৭

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ২০ জন প্রার্থী। প্রার্থিতা বাতিল করা হয়েছে ৪ জনের।

গতকাল মনোনয়ন প্রত্যাহার ও প্রার্থিতা বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। এদিন ৯৩১ জন প্রার্থীর মধ্যে ২০ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চারজনের মনোনয়ন ফরমে ত্রুটি থাকায় তা বাতিল হয়। ফলে চূড়ান্ত প্রার্থী দাঁড়িয়েছে ৯০৭ জনে। মনোনয়ন প্রত্যাহারের ২০ জন প্রার্থীর মধ্যে ১১ জন চাকসুতে আর ৯ জন হল সংসদের প্রার্থী ছিলেন। মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ১ জন, যুগ্মসাধারণ সম্পাদক পদে ১ জন, সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১ জন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ১ জন, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে ১ জন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ২ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন, সহসাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ২ জনসহ মোট ১১ জন প্রার্থী চাকসু নির্বাচন থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এছাড়াও হল সংসদে আলাওল হল থেকে সহসভাপতি পদে ১ জন, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন, অতিশ দীপঙ্কর হলে নির্বাহী সদস্য একজন, বিজয় ২৪ হলে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে একজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে সমাজ, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে একজন, শহীদ ফরহাদ হোসেন হলে সহসভাপতি পদে একজন এবং সাহিত্য, সংস্কৃতি পদে একজন, শাহজালাল হলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে একজনসহ মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন

মনোনয়ন প্রত্যাহারের কারণ জানতে চাইলে প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, প্রার্থীদের সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে কেউ পড়ালেখার ক্ষতি আশঙ্কা থেকে, আবার কেউ পারিবারিক কারণে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এবং চারজন প্রার্থীর তথ্যগত ভুল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (আজ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, নির্বাচন হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। তবে তা পিছিয়ে ১৫ অক্টোবর করা হয়েছে। নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে ৯৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চাকসুতে ২৬ পদের বিপরীতে ৪২৯ জন আর হল সংসদে ১৯৬টি পদের বিপরীতে ৪৮১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন।

পূর্ববর্তী নিবন্ধকমিশনের প্রস্তাব নাকচ, পরীক্ষা বন্ধ থাকবে ২ দিন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১