চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে পরিবহনের সময় নিখোঁজ হওয়া পাঁচটি ট্রেডমিল উদ্ধার করেছে সিএমপির ডিবি (বন্দর) পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সোহেল আবদুল্লাহ (৩০) ও মোঃ হাসান উদ্দিন (৩০)।
পুলিশ জানিয়েছে, পলাতক থাকা আরও একজন আসামি মোঃ ইমান আলী প্রকাশ ইমন (৩১) এই চুরিতে যুক্ত।
পুলিশ ও বাদীর অভিযোগে জানা গেছে, একটি বেসরকারি প্রতিষ্ঠান সম্প্রতি চট্টগ্রাম বন্দরে দুটি কনটেইনার খালাস করে। পাঁচটি কাভার্ডভ্যানে করে পণ্যগুলো ঢাকার ডেমরাস্থ নিজস্ব গুদামে পাঠানো হয়। কিন্তু গুদামে পৌঁছানোর সময় দেখা যায়, পাঁচটি ট্রেডমিল নিখোঁজ।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিষয়টি ডিবি পুলিশের কাছে জানালে গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার ডবলমুরিং থানার বেপারী পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশ মোঃ সোহেল আবদুল্লাহ ও মোঃ হাসান উদ্দিনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুইটি চুরিকৃত ট্রেডমিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে যে তারা পলাতক মোঃ ইমান আলী প্রকাশ ইমনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিদেশ থেকে আসা মূল্যবান পণ্য চুরি করে আসছিল। পুলিশ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।
ডিবি (বন্দর) বিভাগের একজন কর্মকর্তা বলেন, “এটি একটি সংগঠিত চক্র। চুরি হওয়া সমস্ত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে এবং পলাতকরা শিগগিরই গ্রেপ্তার করা হবে।”












