চট্টগ্রামের চান্দগাঁও থানার খাজা রোডে বিয়ের আসরে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয়েছে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে প্রধান আসামি মুন্নাকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গৃহবধূ পারভীন আক্তারের ছেলে মো. হাসান (২৭) ২২ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খাজা রোডের জানে আলমের ঘরের সামনে অবস্থান করছিলেন। এ সময় প্রতিবেশী মুন্না (১৯), তার বাবা মঞ্জুর আলম (৪৫) ও আত্মীয় কামাল উদ্দিন (৬৫) একযোগে হামলা চালায়।
প্রথমে তারা গালমন্দ করে এবং প্রতিবাদ করতেই ধারালো কিরিচ দিয়ে হাসানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। মুন্নার কোপ পিঠে লাগে এবং মঞ্জুর আলম ও কামাল উদ্দিন হাসানের বুক ও শরীরের বিভিন্ন স্থানে কোপ মেরে রক্তাক্ত জখম করে।
হামলার সময় হামলাকারীরা হাসানের সঙ্গে থাকা বিয়ের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় পারভীন আক্তার চান্দগাঁও থানায় এজাহার দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার প্রধান আসামি মুন্নাকে গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে থানার ওসি জানান। তিনি বলেন, ‘এটি পরিকল্পিত হামলা ও ছিনতাইয়ের ঘটনা। দ্রুত বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।’