ক্বণন ছয়জনার আবৃত্তি সন্ধ্যা কাল

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২৭ পূর্বাহ্ণ

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন সদস্যআবৃত্তিশিল্পীদের পরিবেশনায় আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ক্বণন ছয়জনার আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছে। অনুষ্ঠানে অতিথি থাকবেন বিশিষ্ট বাচিক শিল্পী ও প্রশিক্ষক অরুণ ভদ্র এবং আয়েশা হক শিমু।

ক্বণন ৬জনার আবৃত্তি সন্ধ্যা’ শীর্ষক এই আয়োজনে আবৃত্তি পরিবেশন করবে ক্বণন’র আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরী, শরীফ মাহমুদ, প্রেমা চৌধুরী, শুভ্রা চক্রবর্তী, সুস্মিতা চৌধুরী ও ইব্রাহীম মাহমুদ। আবৃত্তি অনুরাগী ও সাহিত্যমোদীদের অনুষ্ঠান উপভোগ করার অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে : বাংলাদেশ কোচ
পরবর্তী নিবন্ধআনন্দী সঙ্গীত একাডেমির উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান