ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২৬ পূর্বাহ্ণ

এশিয়া কাপ সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল। সামনে আরও বড় দুই চ্যালেঞ্জ আজ ২৪ সেপ্টেম্বর বুধবার ভারতের বিপক্ষে নামবে টাইগাররা। আর পরদিনই সুপার ফোর পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। টানা দুই দিনে দুই শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার আগে সাকিবমোস্তাফিজরা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছেন। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অলরাউন্ডার শেখ মেহেদী জানান। প্রতিপক্ষ নিয়ে বাড়তি কোনো চিন্তা নেই দলের। আমরা একদম নরমালভাবে প্রস্তুতি নিচ্ছি। প্রতিপক্ষ ভারত হোক বা অস্ট্রেলিয়া, এসব নিয়ে আলাদা চিন্তা করছি না। জাস্ট একটা ম্যাচের মতোই খেলতে নামব। আমরা নিজেদের প্রস্তুত করছি নিজেদের সেরাটা দিতে। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করা কাটার মাস্টার মোস্তাফিজকে নিয়ে প্রশংসায় ভাসান মেহেদী। তিনি বলেন, মোস্তাফিজ মাঠে নামলেই ভিন্ন একটা রূপ নেয়। তার অভিজ্ঞতা, ডেলিভারি সবকিছুই অবিশ্বাস্য। শুধু সাকিব ভাই নয়, আমার মনে হয় বিশ্বের অনেক বড় বোলারকেও ছাড়িয়ে যেতে পারে মোস্তাফিজ টিটোয়েন্টিতে। কারণ তার সে সামর্থ্য রয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে মেহেদীর বলেন এটা আসলে গণমাধ্যমের বিষয়। আমাদের কাছে এটি আরেকটি আন্তর্জাতিক ম্যাচ। যেমনটি আমরা অন্য আটদশটা ম্যাচ খেলে থাকি।

নিজের পারফরম্যান্স নিয়েও বিনয়ী মন্তব্য এই অল রাউন্ডারের। তিনি বলেন ভালো করার তো শেষ নেই। যতদিন সুযোগ পাব চেষ্টা করব পারফর্ম করতে। আর বাকিটা আল্লাহর ইচ্ছা। মেহেদীর মতে রান তাড়া করাটা সবসময়ই কঠিন। তবে এতে ব্যাটারদের দায়িত্ববোধ ও ক্যালকুলেশন আরও পরিষ্কার হয়ে ওঠে। দলের সামপ্রতিক পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার অংশ। যা ভবিষ্যতে বাংলাদেশকে উপকৃত করবে। এরই মধ্যে দলজুড়ে আত্মবিশ্বাস আর উচ্ছ্বাস, সামনে বড় পরীক্ষার অপেক্ষায় টাইগাররা।

পূর্ববর্তী নিবন্ধবিসিবির তহবিলে আছে ১৪০০ কোটি টাকা এছাড়া পাওনা আরও প্রায় ৪০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধদুর্দান্ত লড়াইয়ে ব্যালন ডি’অর জিতলেন ওসমান দেম্বেলে