চীনে কোয়ার্টার ফাইনালে বাফুফে একাডেমি

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের অনূর্ধ্ব১৭ পর্যায়ের বাফুফে একাডেমি দল চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে। গতকাল গ্রুপের শেষ ম্যাচে চীনের প্রাদেশিক দল উহানের বিপক্ষে ১০ গোলে হেরেছে বাফুফে একাডেমি দল। চীনের লিজাং থেকে বাফুফে একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন,গতকাল শেষ ম্যাচে আমরা হারলেও ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছি। তিন ম্যাচই জেতায় উহান গ্রুপ চ্যাম্পিয়ন। আজ বিকেলে কম্বোডিয়া ও চাইনিজ স্থানীয় দলের ম্যাচ রয়েছে। এরপর আমাদের প্রতিপক্ষ নির্ধারণ হবে।

পূর্ববর্তী নিবন্ধআমাদেরকে কোরআন-সুন্নাহর আলোয় আলোকিত হতে হবে : সিটি মেয়র
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আইকনিক স্পোর্টস জোনের যাত্রা শুরু