চবির নতুন প্রক্টর প্রফেসর হোসেন সরওয়ার্দীর দায়িত্ব গ্রহণ

চবি প্রতিনিধি | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মার্কেটিং বিভাগের প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মো. শহীদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সকাল সাড়ে ১০টায় প্রক্টর অফিসে বিদায়ী প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ নবনিযুক্ত প্রক্টরের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ বছরের জন্য প্রফেসর ড. শহীদ সরওয়ার্দী এই পদে দায়িত্ব পালন করবেন।

পূর্ববর্তী নিবন্ধ১০ পূজা মন্দিরে আর্থিক সহায়তা দিলেন আসলাম চৌধুরী
পরবর্তী নিবন্ধবিদায় হজ্বের ভাষণ মহানবী (সা.) এর নবুয়তি জীবনের উপসংহার