ফটিকছড়ির খিরাম হযরত আহমদ ছাফা (রহঃ) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, সৈয়দা মাছুমা জাহান হেফজ ও এতিমখানা এবং হযরত আবদুল বাছেত শাহী জামে মসজিদ কমিটির উদ্যোগে ঈদ–এ–মিলাদুন্নবী (সা🙂 উদযাপিত হয়েছে। গত শনিবার সকালে মাদ্রাসা থেকে জশনে জুলুছ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ নঈমুল হক নঈমী। উদ্বোধক ছিলেন গাউছুল আজম মাইজভান্ডারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ আবদুল বাতেন। মাদ্রাসার সুপার মাওলানা জামাল উদ্দিন ও সহ সুপার মাওলানা মোকতার হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আল্লামা গাজী শেরে বাংলার শাহাজাদা শাহ সৈয়দ মোহাম্মদ বদরুল হক আল কাদেরী, মাদ্রাসার দাতা সদস্য মোঃ ফজলুল কাদের, সাংবাদিক শাহনেওয়াজ নাজিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুহাম্মদ আবুল ফয়েজ, মাদ্রাসার পরিচালক মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ সেলিম জাফর, মাওলানা আব্দুল হক ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ মতিউর রহমান, আব্দুল বাতেন, ইউপি সদস্য মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ জাবেদ হোসেন, আব্দুর রহিম বাদশা, মুহাম্মদ মোর্শেদ, মুহাম্মদ লোকমান সওদাগর, নুরুল আলম, মুহাম্মদ তাওহীদ, শিক্ষক মুহাম্মদ সাহাবুদ্দিন, মুহাম্মদ শহীদুল ইসলাম, শিক্ষিকা নায়মা আকতার, রুনা আকতার, আয়শা আকতার প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন আল্লামা গাজী শেরে বাংলার শাহাজাদা শাহ সৈয়দ মোহাম্মদ বদরুল হক আল কাদেরী । প্রেস বিজ্ঞপ্তি।