সাউদর্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের ইন্ডাকশন প্রোগ্রাম গতকাল মঙ্গলবার হাসপাতালের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. জয়ব্রত দাশ। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাফরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের ইন্টার্ন কো–অর্ডিনেটর অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডা. আতিকুল ইসলাম চৌধুরী, হাসপাতাল পরিচালক মেজর (অব.) ডা. যাবেদ আব্দুল করিম। উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. নাসিমা আক্তার, অধ্যাপক ডা. দেওয়ান আসাদউল্লাহ, ডা. নন্দন কুমার মজুমদার, ডা. কৃষ্ণ কুমার সাহাসহ শিক্ষক ও চিকিৎসকবৃন্দ। এতে উপস্থিত ছিলেন বর্তমান শিক্ষানবিশ চিকিৎসক ডা. শানু দাশ,ডা. এসএম শহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












