পাতার শরীর জলের গাহন
কুহুক ডাকা ভোর,
কাজল চোখে মেঘমালতী
খুলল মনের দোর।
সবুজ ঘাসের ডগায় ভাসে
বিষটি মেয়ের চুল,
জল টুপ টুপ জলের কাছে
রূপোর কানের দুল।
সাঁঝের মায়ায় পাখির নীড়ে
জ্বলছে সুখের ধুপ,
বিষটি ভেজা শিউলি কদম
দেখতে অপরূপ।
শেলীনা আকতার খানম | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০৯ পূর্বাহ্ণ
