খাগড়াছড়ির দীঘিনালায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. ফজর আলী একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামী। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জাকারিয়া জানায়, ২০১৮ সালের ১৩ আগস্ট উপজেলার রশিক নগর এলাকায় ট্রাক্টর কেনা–বেচার কথা বলে মোশাররফ নামের ১ ব্যক্তিকে ডেকে নেয় ফজর আলী। পরে তাকে কুপিয়ে হত্যা করে লাশ রিং টিউবওয়েলের কুয়োয় ফেলে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মোশাররফের লাশ উদ্ধার করে। ঘটনার পর ফজর আলীকে গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি পান তিনি। পরবর্তীতে আদালত মামলার প্রধান আসামি ফজর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এর পর থেসেক পলাতক ছিল ফজর আলী।গতরাতে অভিযান চালিয়ে দীঘিনালার রশিকনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পরে আদালতে সোপর্দ করা হয়েছে।











