বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাংবাদিক সাবের আহমেদ আসগারীর দ্বিতীয় কন্যা কনীনিকা শবনম আসগারীর ১৬তম মৃত্যুবার্ষিক আজ। তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিবিএ ৪র্থ বর্ষে অধ্যয়নকালীন ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ বুধবার সকাল ৫ টায় গরীব উল্লাহ শাহ’র মাজারস্থ এতিমখানায় খতমে কোরআন এবং ফাতেহাখানি, সকাল সোয়া ৭টায় কবর জেয়ারাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে এ সকল কর্মসূচিতে শুভানুধ্যায়ীদের উপস্থিতি, দোয়া ও মাগফিরাত কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।