রাঙ্গুনিয়ায় বসতঘরে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাপিত পুকুরিয়া রাবার ড্যাম নতুন পাড়া এলাকায় একটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মানিক মিয়া (২৮)। তিনি ওই এলাকার বদি আলমের ছেলে। গোপন সংবাদে অভিযান চালিয়ে গত ২২ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আহমেদ খানের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধকনীনিকা শবনম আসগারীর ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ