চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আহমেদ খানের ইন্তেকাল

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আহমেদ খান গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৫৫৭ মিনিটে ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন। মৃত্যুকালে তিনি প্রফেসর ও কবি শুক্লা ইফতেখারসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত ১০ টায় প্যারেড ময়দানে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০ টায় রাউজানের গহিরায় তাঁর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কররস্থানে দাফন করা হবে। তিনি ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির প্রাক্তন সভাপতি। প্রফেসর ইফতেখার আহমেদ খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের সভাপতি প্রফেসর ড. ওবায়দুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা জাকারিয়া সিদ্দিকী
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বসতঘরে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার ১