বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া সিদ্দিকী

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বাহারছড়া নিবাসী প্রবীণ শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাকারিয়া সিদ্দিকী চৌধুরী (৭৪) গত ২২ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি ২ ছেলে, ৫ মেয়ে রেখে গেছেন। তাঁর প্রথম জানাজা ২২ সেপ্টেম্বর রাত ১০ টায় কালামিয়া বাজার হাটখোলা ব্রীজ রমজান আলী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ২য় জানাজা গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় বাহারছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা পূর্বে বীরমুক্তিযোদ্ধা জাকারিয়া সিদ্দিকী চৌধুরীকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। তাঁর শোক প্রকাশ করেছেন ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ সউম আবদুস সামাদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আলকাদেরী, মোহাম্মদ মুদ্দাসির হাসান, হাফেজ আবদুল করিম, ডা. আবু ইউসুফ চৌধুরী, মুক্তিযোদ্ধা সরোয়ার কামাল, মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, প্রাক্তন মেয়র কামরুল ইসলাম হোসাইনী, জিএম মামুনুর রশীদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘অনলাইনভিত্তিক কার্যক্রমের কারণে ইউডি ইস্যু সহজতর ও গতিশীল হয়েছে’
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আহমেদ খানের ইন্তেকাল