‘অনলাইনভিত্তিক কার্যক্রমের কারণে ইউডি ইস্যু সহজতর ও গতিশীল হয়েছে’

বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের ইউডি-ইউপি বিষয়ক স্থায়ী কমিটির যৌথ সভা

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫৬ পূর্বাহ্ণ

বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের বিজিএমইএ ইউডি ও ইউপিবিষয়ক স্থায়ী কমিটির যৌথ প্রথম সভা গত (২২ সেপ্টেম্বরঅনুষ্ঠিত হয়েছে। বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় ইউডিইউপির বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা হয়। এতে বর্তমানে অনলাইনভিত্তিক ইউডি কার্যক্রম পরিচালিত হওয়ায় ইউডি ইস্যু সহজতর ও গতিশীল হয়েছে বলে মতামত দিয়েছেন ব্যবসায়ীরা। একইসঙ্গে তারা জানান, এনবিআরের অন্য কার্যক্রম এবং কাস্টমস্‌ বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) অনলাইনভিত্তিক হয়ে যাচ্ছে। অনলাইনভিত্তিক কার্যক্রমে এইচএস কোডের জটিলতা এ খাতকে খুবই বিচলিত করলেও বর্তমানে অনেকটাই লাঘব হয়েছে। তবে তা সত্ত্বেও তৈরিপোশাক শিল্পের প্রয়োজনীয় কাপড় ও অন্যান্য কাঁচমাল আমদানিরপ্তানিতে ওজন ও দৈর্ঘ্যের তারতম্যজনিত ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্যাপারে ইউডি এবং ইউপিতে কাপড় ও কাঁচামালের ক্ষেত্রে ওজনদৈর্ঘ্য দুটোই উল্লেখ্যসহ ইস্যুর ক্ষেত্রে যথাযথভাবে যাচাইবাছাই করার ওপর গুরুত্বারোপ করে বিজিএমইএ।বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউডিবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক অঞ্জন শেখর দাশ এবং ইউপি কমিটির চেয়ারম্যান বিজয় শেখর দাশ। বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহসভাপতি ও বিজিএমইএ ইউডি এবং ইউপি বিষয়ক স্থায়ী কমিটিদ্বয়ের পরিচালক ইনচার্জ সেলিম রহমান, বিজিএমইএ’র সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক মো. সাইফ উল্লাহ মনসুর, প্রাক্তন পরিচালক গাজী মো. শহীদ উল্লাহ, ইউডি কমিটির সদস্য রায়হান শামস্‌, মো. ইলিয়াস চৌধুরী, শাহেদ সাইফুল ইসলাম, হামিদুর রহমান, সৈয়দ মোহাম্মদ আয়মানুল হক প্রমুখ।

সভায় বলা হয়, স্বচ্ছতা এবং সঠিক ন্যায্য ও মানদণ্ডের ভিত্তিতে ইউডি ও ইউপি অনুমোদন করা হবে। ভবিষ্যতে ইউডি ইউপি সংক্রান্ত উদ্ভুত যে কোন সমস্যা ইউডি যাচাই বা সহায়ক কমিটির মাধ্যমে সমাধান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিচার ব্যবস্থার উন্নয়নে লিগ্যাল এইডের বাধ্যতামূলক মধ্যস্ততা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : হেমায়েত উদ্দিন
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা জাকারিয়া সিদ্দিকী