মোবাইল চুরির ঘটনায় থানায় ১৩ জিডি, গ্রেপ্তার ৫

চুনতি সীরত মাহফিল

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী সীরত মাহফিলের সমাপনী দিবসে ১৩ মোবাইল ফোন চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার থেকে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত এসব জিডি করেছেন ভুক্তভোগীরা।

মাহফিলস্থলে মোবাইল চুরির চেষ্টাকালে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাজি পাড়ার ভেট্টা মিয়ার পুত্র ফরিদ আহম্মদ (২১), একই এলাকার আমির হোসেনের পুত্র মো. মিনহাজ (২৪), নোয়াখালীর সেনবাগ থানার রাজাপুর এলাকার মৃত মনির হোসেনের পুত্র মো. আলা উদ্দিন (৩০), কক্সবাজারের পেকুয়া থানার চরপাড়া এলাকার মৃত আবুল হোসেনের পুত্র মো. কাইয়ুম (৪৫) ও চকরিয়া থানার বার আউলিয়া নগর এলাকার সুলতান আহমদের পুত্র আব্দুল আজিজ (৪০)। এরমধ্যে মিনহাজ মাদক মামলায়ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

জানা যায়, গত সোমবার দিনগত ভোররাতে আখেরী মোনাজাতের মাধ্যমে চুনতিতে সীরত মাহফিলের সমাপনী হয়। সমাপনী দিবসে আগত অনেক মুসল্লীর কাছ থেকে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এরমধ্যে ১৩ জন মোবাইল চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন। এদিকে একইদিন রাতে উপস্থিত মুসল্লীদের কাছ থেকে মোবাইল ফোন চুরির চেষ্টাকালে ৫ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে মাহফিল কর্তৃপক্ষ। লোহাগাড়া থানায় এসআই জাহেদ হোসেন জানান, চুনতিতে সীরত মাহফিলে মোবাইল ফোন চুরির ঘটনায় পৃথকভাবে থানায় ১৩টি সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল মঙ্গলবার মোবাইল ফোন চুরির চেষ্টাকালে গ্রেপ্তার ৫ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধমহানগর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভা